¡Sorpréndeme!

Waqf Act: মুর্শিদাবাদের অশান্তির আগুন এখনও নেভেনি, অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়

2025-04-15 1 Dailymotion

ABP Ananda Live: মুর্শিদাবাদের অশান্তির আগুন পুরোপুরি এখনও নেভেনি। এই আবহে ওয়াকফ-বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে সকাল থেকেই উত্তপ্ত ছিল এলাকা। বিকেলে সেখানকার শোনপুরে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একের পর এক মোটর বাইকে। উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান। অন্যদিকে সামশেরগঞ্জের জাফরাবাদেও নতুন করে উত্তেজনা ছড়ায়। দু-দিন আগে যেখানে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে বাড়িতে কুপিয়ে খুন করা হয়েছে। এদিন সেখানে গিয়েছিলেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সিপিএমের রাজ্য সম্পাদকের অভিযোগ - "৪-৫ ঘণ্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার। এই দায় পুলিশমন্ত্রীকে নিতে হবে।" অভিযোগ সেলিম-মীনাক্ষীরা এলাকা ছাড়ার পরই, আমবাগান থেকে কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। বিক্ষোভ দেখানো হয় পুলিশকে ঘিরে। এই প্রেক্ষাপটেই যখন মুর্শিদাবাদ থেকে অনেক পরিবার আতঙ্কে মালদায় গিয়ে আশ্রয় নিয়েছেন, তখন দিলীপ ঘোষ বলছেন - "দেশভাগের সময়ের চেয়েও ভয়াবহ পরিস্থিতি।" যদিও মন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করলেন, "পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে।" ADG আইনশৃঙ্খলা জাভেদ শামিম বলেছেন - যারা অপরাধ করেছে, প্রয়োজনে পাতাল থেকে তাদের ধরে নিয়ে আসা হবে।