ABP Ananda LIVE: সুকান্তকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ঘরছাড়ারা । প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদ থেকে মালদায় আশ্রয়, গেলেন সুকান্ত । মালদার বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে গেলেন সুকান্ত মজুমদার । 'কী অবস্থা বাংলার, অমিত শাহ, জেপি নাড্ডাকে জানাব' । ত্রাণ শিবিরে গিয়ে জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি । বিজেপি মালদায় কন্ট্রোল রুম খুলছে। দুর্গতরা সেখানে ফোন করলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জানানো হবে, তারপর ওই সব এলাকায় পৌঁছবে BSF, প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের।