ABP Ananda Live: মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, এ-রাজ্যে ওয়াকফ আইন কার্যকর হবে না। তাহলে কেন কেউ কেউ নাটক করছে? মানুষকে অসুবিধায় ফেলছে, প্রশ্ন ফিরহাদ হাকিমের।
'প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে শান্তিরক্ষায় কড়া পদক্ষেপ',মুর্শিদাবাদের ঘটনায় বললেন CRPF এর IG
মুর্শিদাবাদে ভয়ঙ্কর পরিস্থিতি, সাগরদিঘিতে মোতায়েন হয়েছে CRPF। CRPF ক্যাম্পে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিলেন CRPF- IG । থমথমে সামশেরগঞ্জ, ধুলিয়ান, আজ এলাকা পরিদর্শনে যাচ্ছেন CRPF-এর IG। সুতি, সামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। এখনও পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান, বাজার বন্ধ, যানবাহন চলাচলও কম। গতকাল থেকে সামশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন। 'প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে শান্তিরক্ষায় কড়া পদক্ষেপ',মুর্শিদাবাদের ঘটনায় বললেন CRPF এর IG