¡Sorpréndeme!

Muriganga Erosion : পূর্ণিমার কটালের জেরে ভোররাতে হঠাৎ ধস নামল সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে

2025-04-14 0 Dailymotion

ABP Ananda LIVE : পূর্ণিমার কটালের জেরে ভোররাতে হঠাৎ ধস নামল সাগরে মুড়িগঙ্গা নদীর বাঁধে। প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে ধস নেমেছে বলে জানা গিয়েছে। ধস নামার পরেই উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন। এলাকাবাসীদের দাবি, এখনই নদী বাঁধ মেরামত না করা হলে, পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হবে। জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধসের সম্ভাবনা রয়েছে।