¡Sorpréndeme!

Ananda Sakal : অশান্ত মুর্শিদাবাদ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। প্রাণের দায়ে অন্যত্র পাড়ি স্থানীয়দের

2025-04-14 1 Dailymotion

Ananda Sakal : অশান্ত মুর্শিদাবাদ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। আজ থেকে মঙ্গলবার রাত পর্যন্ত জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমের একাংশে বন্ধ পরিষেবা, গুজব রুখতে নির্দেশ নবান্নের। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদের নামে মুর্শিদাবাদ হিংসার আগুন, মৃত তিন। ধুলিয়ানে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন বাবা-ছেলেকে। সুতিতে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু। অশান্ত সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুর। মৃত তিন, গুলিবিদ্ধ ২ কিশোর সহ চার জন। ধুলিয়ানে গুলিবিদ্ধ আরও এক। আহত ১৫ পুলিশকর্মীও। মুর্শিদাবাদে অশান্তির জেরে শুধু মালদাতেই নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিলেন সামশেরগঞ্জের পাল পরিবারের মহিলা সদস্যরা। পরিবারের মহিলা সদস্যদের পাশাপাশি, ঝাড়খণ্ডে রেখে আসা হয়েছে বাড়ির শিশুদেরকেও। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের নামে তাণ্ডবের দায় কার? এ নিয়ে শুরু হয়েছে রাজনীতির লড়াই।মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকারকে নিশানা করতে শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।পাল্টা বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল। সূত্রের খবর, এরইমধ্যে বুধবার ইমাম-মোয়াজ্জেমদের সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেইদিনটিই আবার হিনদু শহিদ দিবস পালনের ডাক দিয়েছে বিজেপি।