ABP Ananda LIVE : ওয়াকফ-আঁচে মুর্শিদাবাদে মৃত ৩। হাইকোর্টের নির্দেশে নামল কেন্দ্রীয় বাহিনী। নীরব দর্শক নয় কোর্ট। রাজধর্ম মনে করিয়ে বার্তা বিচারপতির। দুর্বৃত্তদের গ্রেফতারির নির্দেশ। শান্তিরক্ষার তাগিদে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে BSF-কে কাজ করার নির্দেশ হাইকোর্টের। আতঙ্কে বাসভবন পরিবর্তন ফরাক্কার TMC বিধায়কের।