¡Sorpréndeme!

Waqf Act: ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলছে মুর্শিদাবাদ, মোতায়েন প্রচুর পুলিশ

2025-04-12 1 Dailymotion

ABP Ananda Live: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ক'দিন আগে হিংসাত্মক চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। এবার, ধুলিয়ান, সুতিতেও বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনা ঘটল। ভাঙা হল পুলিশের কিয়স্ক। আক্রান্ত হলেন ফরাক্কার SDPO সহ বহু পুলিশ কর্মী। সুতিতে আগুন জ্বালানো হল যাত্রীবাহী বাসে। আর এরইমধ্যে জখম হল এক কিশোরও। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই আহত হয়েছে সে। জখম কিশোর বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি। পরিবার সূত্রে খবর, ওই কিশোরের বুকে গুলি লেগেছে।  নতুন ওয়াকফ আইন প্রত্য়াহারের দাবিতে, শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাকবাংলো মোড় অবরোধ করে সংখ্য়ালঘুরা। পুলিশ সরাতে এলে, শুরু হয়, ইটবৃষ্টি। পুলিশকে লক্ষ্য় করে ছোড়া হয় ইট-পাটকেল। দফায় দফায় চলে সংঘর্ষ। শুধু ধুলিয়ানই নয়, একই কারণে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে, সুতির সাজুর মোড়। ভেঙে দেওয়া হয় পুলিশ কিয়স্ক, একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় যাত্রীবাহী বাসে। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের সেল ছোড়ে পুলিশ। মুর্শিদাবাদের সুতিতে এই অশান্তির মধ্য়ে পড়ে, গুলিবিদ্ধ হয় সপ্তম শ্রেণির এক ছাত্র। তার বুক ফুঁড়ে বেরিয়ে যায় গুলি।