ABP Ananda Live: কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদের পারদ চড়ছে রাজ্যে। আইনের প্রতিবাদ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। পুলিশ সূত্রে খবর, বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের জিপ আটকে চলে ভাঙচুর, তাণ্ডব। বনেটে উঠে দাঁড়িয়ে পড়ে এক বিক্ষোভকারী। নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দের পর এবার পথে নামলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ১৬ এপ্রিল ওয়াকফ ইস্যুতে নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে ফের উত্তপ্ত সামশেরগঞ্জ, হেনস্থার মুখে তৃণমূল বিধায়ক। নিরাপত্তারক্ষীদের সাহায্যে কোনরকমে এলাকা ছাড়েন তৃণমূল বিধায়ক। ভাঙচুর চালানো হয় বিধায়কের গাড়িতে। গতকাল তুমুল অশান্তি। আজ থমথমে সুতি, সামশেরগঞ্জ। মোতায়েন পুলিশ। ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে মোতায়েন BSF-ও।