ABP Ananda Live: সকালে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান। ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামকে হেনস্থার অভিযোগ। শাক বিধায়কের বাড়িও ভাঙচুর। কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদের পারদ চড়ছে রাজ্যে। আইনের প্রতিবাদ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। পুলিশ সূত্রে খবর, বিচারাধীন বন্দিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের জিপ আটকে চলে ভাঙচুর, তাণ্ডব। বনেটে উঠে দাঁড়িয়ে পড়ে এক বিক্ষোভকারী। নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে জমিয়তে উলামায়ে হিন্দের পর এবার পথে নামলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ১৬ এপ্রিল ওয়াকফ ইস্যুতে নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেমদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। বাস থেকে জোর করে গেরুয়া পতাকা খোলাচ্ছেন, ওয়াকফ আইনের প্রতিবাদীরা। গতকাল কলকাতার এই ছবি পোস্ট করে রাজ্য় সরকারের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলছে বিজেপি। বাস থেকে গেরুয়া পতাকা খোলার ছবি প্রকাশ্যে আসার পরে তার নিন্দা করেছেন তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।