ABP Ananda LIVE : জঙ্গিপুরের পর সুতি, ওয়াকফ-বিক্ষোভে ফের আক্রান্ত উর্দি। পুলিশকে ইট। ট্রাফিক কিয়স্ক বাস, ট্রাকে আগুন। রেহাই পেল না অ্যাম্বুল্যান্সও। জঙ্গিপুরের পর এবার আমতলা। ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভে তুলকালাম। জাতীয় সড়ক অবরোধ। পুলিশের গাড়ি ভাঙচুর। ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে মোয়াজ্জেমদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক। ধর্মান্ধদের এপিসেন্টার মুর্শিদাবাদ। রাজ্যপালের কাছে পাল্টা ৩৫৫ ধারা জারির দাবি শুভেন্দুর। হাইকোর্টের অনুমতি, মোথাবাড়িতে শুভেন্দু। হিন্দুদের রক্ষায় ব্যর্থ সরকার, এনআইএ-সিবিআই চান শুভেন্দু। বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করছে কট্টরপন্থীরা। ভিডিও পোস্ট করে বিস্ফোরক মালব্য। ডিসি সেন্ট্রালের অফিসের সামনে বিক্ষোভ। সিবিআইয়ের মিরর ইমেজেই ভরসা? আইন মেনে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। চাকরিহারাদের কাছে ২ সপ্তাহ সময় চাইলেন শিক্ষামন্ত্রী। আড়াই ঘণ্টার আলোচনায় আশ্বস্ত হয়েও রাস্তা ছাড়তে নারাজ চাকরিহারারা। বৈঠকের পর বেরিয়ে এসে ফের ঘোষণা। চাকরিহারাদের পাশে দাঁড়াতে গিয়ে বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতি চাই না বলে গো ব্যাক স্লোগান।