ABP Ananda LIVE : কসবায় অসহায় চাকরিহারাদের গায়ে লাথি মারে যে পুলিশ, মুর্শিদাবাদে সেই উর্দিধারীদের সামনেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পুলিশের কিয়স্ক। আমতলায় পুলিশের সামনেই সরকারি গাড়িতে ভাঙচুর চালানো হয়। গত মঙ্গলবার জঙ্গিপুরে হামলাকারীদের হাত থেকে বাঁচতে, দোকানে লুকোতে দেখা যায় পুলিশ কর্মীদের! কসবায় যেখানে চাকরিহারাদের লাথি ও লাঠি মারা হচ্ছে, আর ওয়াকফ বিক্ষোভের ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ছবি! যা ঘিরে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।