¡Sorpréndeme!

SSC Case : প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিয়ো। চাকরিহারাদের ঘাড়ে দায় ঠেলেছে পুলিশ। শুরু রাজনৈতিক তরজা

2025-04-12 0 Dailymotion

ABP Ananda LIVE : কসবাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে, তখন একটি ভিডিও সামনে এনে চাকরিহারাদের ঘাড়ে দায় ঠেলেছিল কলকতা পুলিশ। সেই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, পেট্রোল নিয়ে আয় জ্বালিয়ে দেব। কিন্তু, কে এই ব্য়ক্তি?  তাঁর নাম প্রতাপ রায়চৌধুরী। বিজেপির আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি সোশাল মিডিয়ায় প্রতাপ নামে ওই ব্য়ক্তির একটি ভিডিওটি পোস্ট করে লিখেছেন--- "এটাতো বুমেরাং হয়ে গেল কচি খোকা, তৃণমূলের ছেলে তো।। প্রিজাইডিং অফিসার থেকে তৃণমূলকে ভোট লুটে সাহায্য করেছিল পর্যন্ত।। অবশ্যই এটা তৃণমূলের পুরনো চাল।। যতক্ষণ কাজ হবে ব্যবহার করবে এবং কাজ ফুরালেই ভাদু শেখ।।" বিজেপি নেতা সজল ঘোষও ফেসবুকে লিখেছেন--- "দেখুন দেখুন, এইতো বাছাধনের আসন রাজনৈতিক চেহারা, পাক্কা তৃণমূল। নাম - প্রতাপ রায়চৌধুরী।" তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য আবার ওই ব্য়ক্তির একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে মহম্মদ সেলিমের ছবি দিয়ে প্রতাপ রায়চৌধুরী লিখেছিলেন--- বাংলার আগামী। এই পোস্ট শেয়ার করে দেবাংশু লিখেছেন--- "পেট্রোল নিয়ে আয়, আগুন জ্বালিয়ে দেব" বলা শিক্ষকের ফেসবুক পোষ্ট... বাকিটা আপনারা বিচার করুন।" পাল্টা সিপিএমের প্রশ্ন - পুলিশ ওই ব্য়ক্তিকে চিহ্নিত করলে গ্রেফতার করছে না কেন?