ABP Ananda LIVE : চাকরিহারা শিক্ষককে লাথি মেরেছিলেন, কসবা থানার সাব ইন্সপেক্টর, রিটন দাস। সেই তাঁকেই দায়িত্ব দেওয়া হল কসবাকাণ্ডের তদন্তের! যদিও, তীব্র সমালোচনার মুখে, তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে অন্য়জনকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশ কমিশনারের অবশ্য় দাবি, ডিউটি অফিসার থাকার কারণে, স্বাভাবিক নিয়মেই প্রথমে তদন্তভার ছিল ওই SI-এর ওপর। পরে তা পরিবর্তন করা হয়। বিতর্কের মুখে কসবাকাণ্ডের তদন্ত থেকে সরিয়ে দেওয়া হল স্থানীয় থানার সাব ইন্সপেক্টর রিটন দাসকে। গত বুধবার কসবা DI অফিসে গন্ডগোলের সময় এক চাকরিপ্রার্থীকে লাথি মারতে দেখা যায় রিটন দাসকে। পুলিশ সূত্রে খবর, কসবার DI-এর অভিযোগের ভিত্তিতে দায়ের মামলার তদন্তভার দেওয়া হয়েছিল রিটনকে। পরে তাঁকে IO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় তদন্তভার দেওয়া হয়েছে কসবা থানারই সাব ইন্সপেক্টর সঞ্জয় সিংহকে। গত বুধবার ব্যারিকেড পেরিয়ে DI অফিসে ঢুকতেই উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি।