ABP Ananda LIVE : মহানগরে মহামিছিলের পরে এবার SSC ভবন অভিযান করলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সকুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে তাঁরা ক্ষোভ উগরে দিলেন। যে OMR নিয়ে এত বিতর্ক, এদিন চাকরিহারাদের অনেকেই নিয়েই OMR নিয়েও হাজির হন মিছিলে। অন্যদিকে, চাকরিহারাদের এই মিছিলে আজ সামিল হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ থেকে অভয়া মঞ্চের প্রতিনিধিরা। অন্যদিকে কমিশনের অফিসের ঠিক পাশেই অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ।