ABP Ananda LIVE : যোগ্য়-অযোগ্য় আলাদা করার দাবিকে সামনে রেখেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলেন SSC-র চাকরিহারারা। চাকরিহারাদের দাবি, আইনি পরামর্শ নিয়ে যোগ্যদের তালিকা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন স্পষ্ট করে দিয়েছে, OMR শিটের মিরর ইমেজ তাঁদের কাছে নেই। তাঁরা কী বলছেন, এবং শিক্ষামন্ত্রী বৈঠকের পর কী বলছেন, দেখাব আপনাদের।