ABP Ananda LIVE : চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাথি এবং লাঠি ঘিরে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। এই প্রেক্ষিতে হালকা বলপ্রয়োগের যুক্তি দেওয়ার পর, এবার রীতমতো সাংবাদিক বৈঠক করে, ঘটনার দিনের ভিডিও দেখিয়ে, চাকরিহারাদের ঘাড়েই যাবতীয় দায় ঠেললেন কলকাতা পুলিশের শীর্ষকর্তারা। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার এদিন ভিডিও দেখিয়ে দাবি করেন, "ওঁরা জোর করে ভিতরে ঢুকতে চাইছিলেন। আমাদের পুলিশ শান্ত থেকে, বাহিনীর ব্যবহার না করে, প্রতিবাদীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চালিয়ে যেতে বলে। তারপরে কিন্তু ফোর্স ব্যবহার করা হয়। কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা বলেন, "পুলিশকে কেউ আক্রমণ করবে, আর পুলিশ অ্যাকশন নেবে না, সেটা মেনে নেওয়া যায় না।" পুলিশের তরফে এভাবে চোষ চাপানোর চেষ্টার নিন্দায় সরব হয়েছেন চাকরিহারারা।