¡Sorpréndeme!

SSC Case : চাকরি ফেরানোর দাবিতে রাজপথে প্রতিবাদের গর্জন। মিছিল করলেন যোগ্য় চাকরিহারারা

2025-04-12 1 Dailymotion

ABP Ananda LIVE : চাকরি ফেরানোর দাবিতে রাজপথে প্রতিবাদের গর্জন। কলকাতা থেকে জেলা সর্বত্র উঠছে প্রতিবাদের ঝড়! চাকরিহারাদের রাতভর অবস্থান, রিলে অনশনের পর শুক্রবার সকাল হতেই করুণাময়ী থেকে সল্টলেকের SSC ভবন অবধি মিছিল করলেন যোগ্য় চাকরিহারারা ! OMR-এর মিরর ইমেজ ও যোগ্য়দের তালিকা প্রকাশের পাশাপাশি যোগ্য়দের নিঃশর্তে চাকরিতে বহাল রাখার দাবিতে গর্জে উঠলেন চাকরিহারারা। এদিন, দুপুরে শিক্ষামন্ত্রী বৈঠক করেন চাকরিহারাদের প্রতিনিধি দলের সঙ্গে। শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকে শুরুতে সংখ্য়া নিয়ে জট বাঁধে। প্রথমে ৮ জনকে অনুমতি দিলেও পরে চাকরিহারাদের দাবি মেনে ১৩ জনকে রাখা হয় বৈঠকে। এরইমধ্য়ে চাকরিহারাদের কসবার ডিআই অভিযানের দিনের ছবি দেখিয়ে আরও একবার প্রতিবাদী শিক্ষকদেরই কাঠগড়ায় তুলল পুলিশ!