¡Sorpréndeme!

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-২ (১১.০২.২০২৫): ওয়াকফ বিলের প্রতিবাদে জ্বলছে মুর্শিদাবাদ, আক্রান্ত পুলিশ

2025-04-12 5 Dailymotion

Ghantakhanek Sange Suman: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ক'দিন আগে হিংসাত্মক চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। এবার, ধুলিয়ান, সুতিতেও বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনা ঘটল। পুলিশকে লক্ষ্য় করে ইটবৃষ্টি, ভাঙা হল পুলিশের কিয়স্ক। আক্রান্ত হলেন ফরাক্কার SDPO সহ বহু পুলিশ কর্মী। একই ইস্য়ুতে, দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় পুলিশের সামনেই ভাঙা হল সরকারি গাড়ি। সোশাল মিডিয়ায় পোস্ট করে অমিত শাহের কাছে BSF নামানোর দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র। একটি ধর্মীয় মিছিল থেকে আরেকটি ধর্মীয় উপাসনালয়ের সামনে কটূক্তির অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবি ও সেই ঘটনার প্রতিবাদ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হুগলির চাঁপদানি। জিটি রোড অবরোধ করলেন বিক্ষোভকারীরা। অবরোধ সরাতে লাঠিচার্জ করল পুলিশ। আবার তারপরেই চলল একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর। শেষে পরিস্থিতি সামাল দিতে এলাকায় জারি করা হল ১৬৩ ধারা। অন্যদিকে, সম্প্রতি দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠা মালদার মোথাবাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। ৮২ জন ক্ষতিগ্রস্তের হাতে আর্থিক সাহায্য তুলে দেন বিরোধী দলনেতা।