ABP Ananda LIVE: ওয়াকফ-আইনের বিরোধিতায় ফের অশান্ত মুর্শিদাবাদ। সুতির সাজুর মোড়ে যাত্রীবাহী বাসে আগুন। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা টিয়ার গ্যাস। উত্তরবঙ্গগামী ১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ দীর্ঘ সময় ধরে। সুতি থেকে সামশেরগঞ্জের ধুলিয়ান যাওয়ার ডাকবাংলো মোড়ে রাস্তায় দফায় দফায় সংঘর্ষ। লুঠপাটেরও অভিযোগ। লালগোলায় জঙ্গিপুর-বহরমপুর রাজ্য সড়ক অবরোধ।