ABP Ananda LIVE: বিকাশ ভবনে সরকার-চাকরিহারাদের আড়াই ঘণ্টার বৈঠক । যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে কমিশন' । 'আইনি পরামর্শ নিয়ে সম্ভবত ২১ তারিখ সেই তালিকা প্রকাশ' । বৈঠকে এমনই আশ্বাস দিয়েছেন এসএসসির চেয়ারম্যান 'মিরর ইমেজ নেই, যেটা আছে সেটা সিবিআইয়ের কাছে' । আইনি পরামর্শ নিয়ে সম্ভব হলে দেওয়ার আশ্বাস মিলেছে' আইনি পরামর্শ নিয়েও আশ্বাস মিলেছে বৈঠকে: চাকরিহারা