ABP Ananda LIVE: 'কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে' । সোশাল মিডিয়ায় পোস্ট বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্যর । 'গেরুয়া কেবল একটি রঙ নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে,পোস্ট মালব্যর । 'স্বামী বিবেকানন্দর জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা' । 'সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা' । এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন? পোস্ট শুভেন্দুর । পাল্টা ঘরের দিকে তাকাতে বিজেপিকে বার্তা দেবাংশু ভট্টাচার্যর । এমন মানুষ পছন্দ, যাঁরা নিজের ঘর ঝাড় দেওয়া পছন্দ করেন, পাল্টা পোস্ট তৃণমূলের আইটি সেলের ইনচার্জের