ABP Ananda Live: 'এদের সকলকে সরকার নিরাপত্তা না দিয়ে দাবিয়ে রেখেছে। যাদের ২৪ জনকে ধরেছে তারা প্রকৃত দোষী নয়। ভিডিও ফুটেজ দেখে সব দোষীদের ধরতে হবে। ক্ষতিগ্রস্ত ৬ জনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গেছি। NIA, CBI-র দাবি করছি', বললেন শুভেন্দু অধিকারী।
'মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন', চাকরিহারাদের বার্তা কুণালের
ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের। যত সময় গড়াচ্ছে এসএসসি দফতরের সামনে বাড়ছে চাকরিহারাদের সংখ্যা। গতকাল সকালের পর রাতে তাঁদের সঙ্গে দেখা করে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবিলম্বে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে রিলে অনশন চালাচ্ছেন শিক্ষকরা। আজ এসএসসি অভিযান কর্মসূচির দিনই চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। থাকবেন SSC চেয়ারম্যান।