ABP Ananda Live: একদিকে চাকরি ফিরে পাওয়ার লড়াই, আর অন্যদিকে পুলিশের লাঠি, লাথি মারার প্রতিবাদ। বুধবার রাত থেকে এসএসসি ভবনের কাছে খোলা আকাশের নীচে বসে রয়েছেন চাকরিহারারা। এরই মধ্যে একজন চাকরিহারা শিক্ষক শুরু করলেন অনশন। আপাতত তিনি একাই অনশনে সামিল হলেও, একে একে অনশনে সামিল হবেন তাঁর সতীর্থরাও। ওএমআর শিটের মিরর ইমেজ সরকার প্রকাশ না করা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। যে কোনও রাজনৈতিক দলকে এই আন্দোলন থেকে দূরে রাখতে, অবস্থানস্থলে পোস্টারও লাগিয়ে ফেলেছেন তাঁরা। চাকরি চেয়ে জুটেছে পুলিশের লাঠি, লাথি (Kasba DI Office Chaos)। এবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে DI ও কসবা থানার মামলা দায়ের করা হয়েছে।