¡Sorpréndeme!

SSC Case : কসবায় চাকরিহারা শিক্ষকদের লাথি, ঘুষি, গলাধাক্কা ! জুটল পুলিশের লাঠি। কী বললেন সায়নী ?

2025-04-10 0 Dailymotion

ABP Ananda LIVE : চাকরি বাতিল ইস্যুতে গতকাল জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এরপরই শুরু হয় লাঠিচার্জ। লাথি, ঘুষি, গলাধাক্কা - বাদ যায়নি কিছুই। ডিআই অফিসে এ  সে জুটল পুলিশের লাঠি। পুলিশের লাঠির আঘাতে, আহত হয়েছেন বেশ কয়েকজন চাকরিহারা। 'সাবধানে হ্যান্ডেল করতে হবে', বললেন সায়নী ঘোষ।