ABP Ananda LIVE : গতকাল কসবায় DI অফিসে চাকরিহারা এক শিক্ষককে পেটে লাথি মারতে দেখা যায় এক পুলিশ অফিসারকে। আক্রান্ত শিক্ষক অমিতরঞ্জন ভুঁইঞা। এদিন শিয়ালদা থেকে ধর্মতলার প্রতিবাদ মিছিলে শামিল হন তিনি। তার আগে গতকালের ঘটনার কথা এবিপি আনন্দকে জানালেন আক্রান্ত শিক্ষক। কী হয়েছিল সেই সময়।