¡Sorpréndeme!

SSC Protest : যানজটের জেরে বদলে গেল মহামিছিলের রুট । ABP Ananda LIVE

2025-04-10 2 Dailymotion

ABP Ananda Live: যোগ্য-অযোগ্য তালিকা দেওয়া হোক: চাকরিহারা শিক্ষক। যানজটের জেরে বদলে গেল মিছিলের রুট, কোলে মার্কেট, কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা যাচ্ছেন চাকরিহারারা। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। মৌলালিতে ওয়াকফ কর্মসূচির জেরে প্রবল যানজট। যানজটের জেরে বদলে গেল মিছিলের রুট। মৌলালি, S N ব্যানার্জি রোড ধরে ধর্মতলা পর্যন্ত আগে মিছিলের রুট ঠিক করা হয়েছিল। এখন কোলে মার্কেট, কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা পর্যন্ত যাচ্ছে মিছিল। হাঁটছেন প্রতিবাদী চাকরিহারা শিক্ষকরা। জড়ো হয়েছেন অন্যান্য় সিনিয়র শিক্ষকরাও। মিছিলে সামিল সাধারণ মানুষও।