ABP Ananda Live: 'মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আমরা চাইনা এরকম ঘটনা ঘটুক'। 'সরকার চাকরিহারা শিক্ষকদের পাশে আছে'। 'যা পরিস্থিতি হয়েছে, তা আমরাও বুঝতে পারছি'। 'মানবিকভাবে যা যা পদক্ষেপ নেওয়া যায়, তাই নেওয়া হচ্ছে'। 'আমরা চাই শিক্ষকরা যেভাবে কাজ করছিলেন, সেভাবেই কাজ করুন'। 'এব্যাপারে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, সবাই ভরসা রাখুক'। 'সরকারি সম্পত্তি ধ্বংস করার চেষ্টা হয়েছে, পুলিশের উপরেও হামলা হয়েছে'। 'পরিস্থিতি নিয়ন্ত্রণে হালকা বলপ্রয়োগ করা হয়েছে'। এটা কারও কথায়, কোনও উস্কানিতে হতে পারে: মুখ্যসচিব। 'আইন কেন নিজের হাতে নেবে, তাই পদক্ষেপ নেওয়া হয়েছে'। ডিআই অফিসের তালা ভাঙার চেষ্টা হয়েছে, দাবি মুখ্যসচিবের। পুলিশ বাধ্য হয়েই পদক্ষেপ নিয়েছে: CP। 'কী হয়েছে, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে'। পুলিশের লাথি মারাও ঠিক হয়নি, বললেন CP।