¡Sorpréndeme!

TMC News : হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই তৃণমূল সাংসদের বাগ্‍‍যুদ্ধ। এক্স হ্যান্ডলে পোস্ট অমিত মালব্যর

2025-04-08 2 Dailymotion

ABP Ananda LIVE : লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের অন্দরে কোন্দল। হোয়াটসঅ্যাপ গ্রুপে দুই সাংসদের বাগ্‍‍যুদ্ধ। এক্স হ্যান্ডলে পোস্ট করলেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, গত ৪ এপ্রিল নির্বাচন কমিশনের সদর দফতরে স্মারকলিপি দিতে গিয়ে দুই তৃণমূল সাংসদের মধ্যে প্রকাশ্যে ঝগড়া হয়। স্মারকলিপি জমা দিতে কমিশনে গেছিলেন সাংসদরা। মনে হচ্ছে, কমিশনের কাছে যাওয়ার আগে স্মারকলিপিতে সই করার জন্য সংসদ অফিসে সাংসদদের জড়ো হওয়ার নির্দেশ দিয়েছিল দল। কিন্তু যাঁর স্মারকলিপি জমা দেওয়া কথা ছিল, তিনি সংসদীয় দলের সভায় না গিয়ে সরাসরি নির্বাচন কমিশনে হাজির হন। এতে ক্ষুব্ধ হন আরেক সাংসদ। নির্বাচন কমিশনে মুখোমুখি হলে দুই সাংসদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরিস্থিতি এমন হয় যে, এক জন সাংসদ সেখানে থাকা পুলিশ কর্মীদের হস্তক্ষেপ করতেবলেন। ঘটনার কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়...কিন্তু এতেও ঝগড়া থামেনি। ‘AITC MP 2024’ হোয়াটসঅ্যাপ গ্রুপে এইনিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে ‘বহুমুখী আন্তর্জাতিক মহিলা’টি আসলে কে? এক্স হ্যান্ডলে লেখেন অমিত মালব্য।