¡Sorpréndeme!

SSC Case: 'আমি সিপিএমের একটারও চাকরি খাইনি', নেতাজি ইন্ডোর থেকে আক্রমণ মমতার

2025-04-07 0 Dailymotion

Mamata Banerjee: যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না । কোর্টের কাছে জানতে চাইব, চাকরিরত শিক্ষকদের ছাড়া কী করে স্কুল চলবে?' । যদি শিক্ষকদের চাকরি না থাকে, তখন কী করব তা মাথায় আছে' । এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনওভাবেই যাবে না' । কেউ স্কুলে যেতে বারণ করেনি, শিক্ষকরা স্কুলে যান' 'চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার, তা আইনের মধ্যে থেকেই করব' । 'চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই' । শিক্ষকরা স্কুলে গিয়ে ভলান্টারি সার্ভিস দিন ', মন্তব্য মুখ্য়মন্ত্রীর। এছাড়াও মমতা বলেছেন, 'বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। যোগ্য প্রার্থীদের কারও চাকরি যেতে দেব না। শিক্ষাব্যবস্থাকে ভেঙে ফেলতে একটা চক্রান্ত চলছে। এই রায়ের পিছনে খেলা কার? কে খেলেছে অভিষেক সিংভি, কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের বলেছি, আইনি লড়াই লড়তে। কোর্টের কাছে জানতে চাইব, চাকরিরত শিক্ষকদের ছাড়া কী করে স্কুল চলবে? যদি শিক্ষকদের চাকরি না থাকে, তখন কী করব তা মাথায় আছে। এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনওভাবেই যাবে না। কেউ স্কুলে যেতে বারণ করেনি, শিক্ষকরা স্কুলে যান। চাকরি ফিরে পাওয়ার জন্য যা করার, তা আইনের মধ্যে থেকেই করব'।