¡Sorpréndeme!

Ramnavami 2025: রামনবমী উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় হাওড়ায় জোড়া ‍র‍্যালি

2025-04-06 0 Dailymotion

ABP Ananda Live: হাইকোর্টের অনুমতিতে রামনবমী উপলক্ষ্যে হাওড়ায় জোড়া ‍র‍্যালি। শিবপুরের কাজিপাড়ার নরসিংহ মন্দির থেকে সকালে অঞ্জনিপুত্র সেনার মেগা ‍র‍্যালি। মিছিলে থাকার কথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দানে। পুলিশে ছয়লাপ গোটা এলাকা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মিছিলের অনুমতি পেয়েছে বিশ্বহিন্দু পরিষদও। হাইকোর্টের নির্দেশ, দুই সংগঠনের ৫০০ জন করে মোট ১ হাজার লোক নিয়ে মিছিল করা যাবে। মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে।