Ananda Sakal : রামনবমী উপলক্ষে সকাল থেকেই হাওড়ায় সাজো সাজো । কাজিপাড়া থেকে সকালে বেরোবে অঞ্জনিপুত্র সেনার মেগা র্যালি। সকাল সাড়ে ৮টা নাগাদ র্যালি শুরু হবে। র্যালিতে থাকতে পারেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিল কাজিপাড়া থেকে শুরু হয়ে জিটি রোড, শিবপুর সন্ধ্যাবাজার হয়ে যাবে হাওড়া ময়দান। নিরাপত্তার খাতিরে গোটা এলাকা পুলিশে ছয়লাপ