ABP Ananda LIVE : পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, দল এটা জানত । ২০২৪-র পয়লা মে, এবিপি আনন্দর সম্পাদক সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছিলেন কুণাল ঘোষ । সেই সময়ে কুণালের করা এই মন্তব্যই এখন বিরোধীদের হাতিয়ার । নিয়োগ দুর্নীতিতে দায় এড়ানোর চেষ্টায় সরকার, বিরোধীদের অস্ত্র এবিপি আনন্দে দেওয়া কুণালের সাক্ষাৎকার। ঠিক কী বলেছিলেন কুণাল, শুনুন।