¡Sorpréndeme!

Ramnavami: রামনবমী ঘিরে চড়ছে বঙ্গ-রাজনীতির পারদ। পুলিশে পুলিশে ছয়লাপ। হাওড়ার সাঁকরাইলে মিছিল

2025-04-06 2 Dailymotion

ABP Ananda LIVE : আজ রামনবমী, তার আগেই হাওড়ার সাঁকরাইলে মিছিল। অস্ত্র হাতে সিংহ বাহিনীর শোভাযাত্রা, চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ। রামনবমীর আগে জেলায় জেলায় মিছিল-কর্মসূচিতে বিজেপি। রানাঘাটে রামের মূর্তির উন্মোচনে শুভেন্দু। বেলদায় শোভাযাত্রায় দিলীপ। মিছিলের মধ্যেই কাল নন্দীগ্রামে রামমন্দিরের ভিত্তিপ্রস্তরের সূচনা করবেন শুভেন্দু। হিন্দুদের এককাট্টা হয়ে পথে নামার ডাক।রামনবমীর মিছিল ঘিরে পাল্টা পাল্টা আসরে তৃণমূলও।