ABP Ananda LIVE : রাজ্য সরকারের জন্যেই কর্মহীন হাজার হাজার যুবক-যুবতী, এই অভিযোগ তুলে এবার ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিল চাকরিহারা ঐক্যমঞ্চ। ১ বৈশাখ মুখ্যমন্ত্রী বৈঠক না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে, সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ দেখা করল তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে। অন্যদিকে সুপ্রিম কোর্টে যেভাবে SSC-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাতে পরবর্তী নিয়োগ নিয়ে সকুল সার্ভিস কমিশনের ওপর আস্থাই রাখতে পারছে না বিরোধীরা।