ABP Ananda LIVE : রামনবমীর মিছিল, শোভাযাত্রায় এবার থাকছে সুরক্ষা বাহিনী। তৈরি বজরঙ্গ দলের সদস্য়রা, জানাল, বিশ্ব হিন্দু পরিষদ। কোনও জায়গায় অশান্তি হলে, তা আটকানোর জন্য় তৈরি থাকবে এই দল। কমপক্ষে ৫০ জনের বাহিনী থাকবে প্রত্যেক মিছিলে... এদিকে, হিন্দুত্ববাদী সংগঠনের এই প্রস্তুতিকে কটাক্ষ করেছে তৃণমূল। 'যারা হিন্দু হিন্দু করে... হিন্দু নয় আসলে', নিশানা কল্যাণের