ABP Anabda LIVE : 'বজরঙ্গ দলের ছেলেদের সবজায়গায় ব্যবস্থা রেখেছি', বললেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গ প্রান্ত সম্পাদক। আজ রামনবমী, তার আগেই হাওড়ার সাঁকরাইলে মিছিল। অস্ত্র হাতে সিংহ বাহিনীর শোভাযাত্রা, চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ। রামনবমীর আগে জেলায় জেলায় মিছিল-কর্মসূচিতে বিজেপি। রানাঘাটে রামের মূর্তির উন্মোচনে শুভেন্দু। বেলদায় শোভাযাত্রায় দিলীপ। মিছিলের মধ্যেই কাল নন্দীগ্রামে রামমন্দিরের ভিত্তিপ্রস্তরের সূচনা করবেন শুভেন্দু। হিন্দুদের এককাট্টা হয়ে পথে নামার ডাক।