¡Sorpréndeme!

Ramnavami News : আজ রামনবমী, তার আগেই হাওড়ার সাঁকরাইলে মিছিল

2025-04-06 1 Dailymotion

ABP Ananda LIVE : আজ রামনবমী, তার আগেই হাওড়ার সাঁকরাইলে মিছিল। অস্ত্র হাতে সিংহ বাহিনীর শোভাযাত্রা, চারিদিকে পুলিশে পুলিশে ছয়লাপ। রামনবমীর আগে জেলায় জেলায় মিছিল-কর্মসূচিতে বিজেপি। রানাঘাটে রামের মূর্তির উন্মোচনে শুভেন্দু। বেলদায় শোভাযাত্রায় দিলীপ। মিছিলের মধ্যেই কাল নন্দীগ্রামে রামমন্দিরের ভিত্তিপ্রস্তরের সূচনা করবেন শুভেন্দু। হিন্দুদের এককাট্টা হয়ে পথে নামার ডাক।রামনবমীর মিছিল ঘিরে পাল্টা পাল্টা আসরে তৃণমূলও। অশান্তি হলে দেখে নেওয়ার হুঙ্কার তৃণমূল বিধায়কের। রামনবমীর আগে চড়ছে পারদ, গেরুয়া ব্যানার-পোস্টারে ছয়লাপ কলকাতা। কলকাতা থেকে জেলা। পুলিশের কড়া নজরদারি। রামনবমীর মিছিলের সুরক্ষায় বজরং দল। প্রতি মিছিলে থাকবে অন্তত ৫০জন, হুঙ্কার বিশ্ব হিন্দু পরিষদের। হিংসায় প্ররোচনা দিলে মানুষ দেখবে, পাল্টা তৃণমূল। নিয়োগ দুর্নীতিতে দায় এড়ানোর চেষ্টায় সরকার, বিরোধীদের অস্ত্র এবিপি আনন্দে দেওয়া কুণালের সাক্ষাৎকার। রাষ্ট্রপতির সম্মতি, আইনে পরিণত হল ওয়াকফ সংশোধনী বিল। আসবে স্বচ্ছতা, উপকৃত হবেন মহিলা থেকে গরিব মুসলিমরা, বিরোধীদের দাবি উড়িয়ে পোস্ট প্রধানমন্ত্রীর।