ABP Ananda LIVE : দেশ জুড়ে রাম-নাম, রাম-গান, রামায়ণ পাঠ। রামনবমী উপলক্ষ্য়ে সেজে উঠেছে অযোধ্য়া। রবিবার সন্ধেয় সরযূ পা়ড়ে ২ লক্ষের বেশি প্রদীপ প্রজ্বলন হবে। রাম পথে ড্রোনের মাধ্য়মে ছড়ানো হবে সরযূর জল। পুণ্য়ার্থীদের জন্য়, মন্দিরে দর্শনের সময়সীমা বাড়ানো হয়েছে।