ABP Ananda Live: কাল রামনবমী। । অশান্তি রুখতে কড়া পুলিশ। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের ১০ পুলিশ জেলা ও কমিশনারেট। দায়িত্বে ২৯ জন IPS। কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে ৫৯টি রামনবমীর মিছিল। ৫টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি। বহুতল নজরদারি, উড়বে ড্রোন। নির্ধারিত রুট ও অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপ করবে পুলিশ।