¡Sorpréndeme!

Howrah News: হাওড়ার সাঁকরাইলে আগুন, আতঙ্ক স্থানীয়দের মধ্যে

2025-04-05 0 Dailymotion

ABP Ananda LIVE: সাঁকরাইলে আলমপুর মোড়ে গোডাউনে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১ । দুুপুর ৩.১৫ নাগাদ আগুন লাগে থার্মোকলের গোডউনে । দাহ্য পদার্থ বেশি থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন । ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন । আগুন নেভাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।

কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC-র ২৫ হাজার ৭৫২ চাকরি বাতিল হয়ে গেছে। যারা যোগ্য, নতুন করে তাঁরা নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া? কবেই বা শেষ করতে হবে? তা স্পষ্ট নয় খোদ স্কুল সার্ভিস কমিশনের কাছেই। সব মিলিয়ে আতান্তরে চাকরিহারা যোগ্য প্রার্থীরা। SSC-র চাকরি বাতিল নিয়ে আলোচনায় বারবার ফিরে আসছে, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রসঙ্গ। মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখতে CBI তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে।