¡Sorpréndeme!

Recruitment Scam: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে অভিজিতের, অথৈ জলে পড়েছে গোটা পরিবার

2025-04-05 0 Dailymotion

ABP Ananda LIVE: যে মাথায় এত ভাল অঙ্ক করে এত ছাত্রকে বড় করেছি, সেই মাথায় যদি বোমা বাঁধি, তাহলে রাজ্য সরকার তখন আমাকে আটকাতে পারবে না, হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা শিক্ষক অভিজিৎ গিরি। ২০১৩ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে থেকে মাস্টার ডিগ্রিতে অঙ্কে ৩টি গোল্ড মেডেল পান। পড়াশোনা শেষে পাঁশকুড়া ও মেদিনীপুর কলেজে গেস্ট লেকচারার হিসেবে কাজ করেন। ২০১৬ সালে পরীক্ষা দিয়ে ২০১৮ সালে মেদিনীপুরের নারায়ণগড়ে ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠে শিক্ষকতার চাকরি পান। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অভিজিতের। বাড়িতে বয়স্ক বাবা, স্ত্রী, ৬ মাসের কন্যা, দাদা ও দিদি রয়েছেন। অথৈ জলে পড়েছে গোটা পরিবার।