ABP Ananda LIVE : যোগ্য়-অযোগ্য়দের তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু আদালত তাতে সন্তুষ্ট হয়নি। আজ এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী এবং SSC-র চেয়ারম্য়ান। এখানেই প্রশ্ন উঠছে, যে তথ্য় আদালতকে সনতুষ্ট করতে পারে না, তার গুরুত্ব কী? তাহলে নিয়ামক সংস্থা হিসেবে SSC যোগ্য়-অযোগ্য় আলাদা করল কোথায়?