ABP Ananda LIVE : জাল ও নিম্নমানের ওষুধের কারবারের অভিযোগে এবার ফুলবাগানে বি সি রায় শিশু হাসপাতালের উল্টোদিকে থাকা একটি ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দফতর। একই সঙ্গে গত মার্চে, গুণগত মান যাচাইয়ের পরীক্ষায় ফেল করা ১০৪টি ওষুধের যে রিপোর্ট প্রকাশ করেছিল CDSCO, এবার তারই তালিকা প্রকাশ করল রাজ্য ড্রাগ কন্ট্রোল।