ABP Ananda LIVE : বেলাগাম দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, গ্রেফতারির দাবি তুলে সরব হয়েছেন বিরোধীরা। পাশাপাশি আক্রমণের মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, 'SSC-র অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন ২০১৭ সালে, সেটা কি মুখ্যমন্ত্রী জানেন?' আবার মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও, কাঠগড়ায় তুলছেন পার্থ চট্টোপাধ্যায়কে। ২০২২ সালে যাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা ও ৫কোটির বেশি মূল্যের গয়না উদ্ধার হয়েছিল।