ABP Ananda Live: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র রাজারহাট, চলল 'গুলি'! তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রাজারহাটে 'গুলি'। সব্যসাচী দত্তের অনুগামীদের উপর হামলার অভিযোগ। বিধায়ক তাপস চট্টোপাধ্যায়-গোষ্ঠীর বিরুদ্ধেই হামলার অভিযোগ। দলবল নিয়ে হামলা, ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। 'গুলি', মারধর, দক্ষিণ নারায়ণপুরে ব্যাপক ভাঙচুরের অভিযোগ।
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল রাজারহাট, চলল গুলি! সব্যসাচী দত্তের অনুগামী ও তাঁর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল, রাজারহাট নিউটাউনের তৃণমূল বিধায়ক, তাপস চট্টোপাধ্য়ায়ের অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা ওই পরিবারের বিরুদ্ধে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক। যদিও, গোটা বিষয় থেকে দূরত্ব তৈরি করেছেন তৃণমূল নেতা সব্য়সাচী দত্ত। তৃণমূলের এই গোষ্ঠীকোন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
প্রথমে রাস্তায় ফেলে বীভৎস মার ,এরপর বাড়ির একতলায় ব্য়াপক ভাঙচুর, আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে বেশ কয়েকজনের দাপাদাপি। শোনা যাচ্ছে গুলি চালানোর শব্দও! তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল রাজারহাট। তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভার চেয়ারম্য়ান, সব্য়সাচী দত্তর অনুগামীর ওপর মারাত্মক হামলার অভিযোগ উঠল, তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের অনুগামীদের বিরুদ্ধে।