ABP Ananda Live: চাকরি চুরির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ বিজেপির। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যায় ২৬০০০ চাকরিজীবীর। এই ঘটনার দায় মুখ্যমন্ত্রীর উপর চাপিয়েছেন বিরোধীরা। চাকরি বাতিলের প্রতিবাদে বর্ধমানে বিক্ষোভ, তুলকালাম।
একই সঙ্গে পোলিও, ব্লাড ক্যান্সার! 'ওষুধ কোথায় পাব, খাব কী' সুপ্রিম-রায়ে চাকরি হারা স্বর্ণপদকজয়ী অ্যাথলিট
সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হলেও, আদালতের নির্দেশেই বহাল থাকল বীরভূমের বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি। মানবিক কারণে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। কিন্তু চাকরি বাঁচেনি নদিয়ার বীরনগর হাইস্কুলের সোমনাথ মালোর। গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত এই শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে মাথায় হাত তাহেরপুরের ক্যান্সার আক্রান্তের।