¡Sorpréndeme!

SSC Scam: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পরেও, দায় নিতে নারাজ SSC?

2025-04-04 1 Dailymotion

ABP Ananda Live: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পরেও, দায় নিতে নারাজ SSC। 'তথ্য দিয়েছি, সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারিনি'। জানালেন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। 'সুপ্রিম কোর্টে নির্দেশের পর রাজ্য সরকারের থেকে দ্রুত নিয়োগের চিঠি পেয়েছি'। 'তবে তিন মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করা সম্ভব নয়'। '১-২ সপ্তাহের মধ্যে নিয়োগ শুরু হবে'। সুপ্রিম কোর্টের রায়ের পর জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

একই সঙ্গে পোলিও, ব্লাড ক্যান্সার! 'ওষুধ কোথায় পাব, খাব কী' সুপ্রিম-রায়ে চাকরি হারা স্বর্ণপদকজয়ী অ্যাথলিট

সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হলেও, আদালতের নির্দেশেই বহাল থাকল বীরভূমের বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি। মানবিক কারণে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। কিন্তু চাকরি বাঁচেনি নদিয়ার বীরনগর হাইস্কুলের সোমনাথ মালোর। গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত এই শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে মাথায় হাত তাহেরপুরের ক্যান্সার আক্রান্তের। 

সুপ্রিম কোর্টের নির্দেশের পর চাকরিহারা  প্যারা অ্যাথলিট

সোমনাথের আরেকটি পরিচয় হল, তিনি একজন স্বর্ণপদকজয়ী ক্রীড়াবিদ। বুশান প্যারা এশিয়ান গেমসের হাই জাম্পে ভারতের হয়ে জিতেছিলেন স্বর্ণপদক। ২০১৬ সালের প্যানেলে শিক্ষা কর্মী হিসাবে নিয়োগ পেয়েছিলেন নদিয়ার তাহেরপুর এলাকার বাসিন্দা পোলিও আক্রান্ত সোমনাথ মালো। সুপ্রিম কোর্টের নির্দেশের পর চাকরিহারা  প্যারা অ্যাথলিট। গত কয়েকবছর ধরেই পোলিও ছাড়াও ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিনি।