¡Sorpréndeme!

SSC Scam: সুপ্রিম নির্দেশে বাতিল প্যানেল, শিয়ালদায় বিক্ষোভ SFI, DYFI-এর

2025-04-04 1 Dailymotion

ABP Ananda Live: রাজপথে চাকরি আঁচ। বিকাশ ভবনের দিকে তিন তিনটি মিছিল। বিজেপির মিছিলে ধুন্ধুমার। গেটে আটকানো হল VHP-র বিক্ষোভকারীদের। কর্মসূচি শিক্ষকদেরও। চাকরি বাতিলের ইস্যুতে শিয়ালদায় মিছিল SFI ও DYFI।




একই সঙ্গে পোলিও, ব্লাড ক্যান্সার! 'ওষুধ কোথায় পাব, খাব কী' সুপ্রিম-রায়ে চাকরি হারা স্বর্ণপদকজয়ী অ্যাথলিট 

সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হলেও, আদালতের নির্দেশেই বহাল থাকল বীরভূমের বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি। মানবিক কারণে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। কিন্তু চাকরি বাঁচেনি নদিয়ার বীরনগর হাইস্কুলের সোমনাথ মালোর। গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত এই শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে মাথায় হাত তাহেরপুরের ক্যান্সার আক্রান্তের।