ABP Ananda Live: সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল হলেও, আদালতের নির্দেশেই বহাল থাকল বীরভূমের বাসিন্দা ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি। মানবিক কারণে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনামায়। কিন্তু চাকরি বাঁচেনি নদিয়ার বীরনগর হাইস্কুলের সোমনাথ মালোর। গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত এই শিক্ষাকর্মী। চাকরি হারিয়ে মাথায় হাত তাহেরপুরের ক্যান্সার আক্রান্তের। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিকাশ ভবন অভিযান, উত্তেজনা। একে পোলিও , তার উপর ব্লাড ক্যান্সার। চিকিৎসা চলবে কীভাবে? খাবেন কী? পরিবারের খরচ চলবে কীভাবে? মাথায় হাত। তাহেরপুরের দু’কামরার অপরিসর ঘরে বসে তাই অঝোরে কেঁদে চলেছেন সোমনাথ। বললেন, ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি যদি বহাল থাকে, তবে আমার ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম? আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, তিনি বিচারব্যবস্থার কাছে আমার চাকরির প্রয়োজনীয়তা তুলে ধরুন। না হলে স্ত্রী সন্তান এবং বৃদ্ধ বাবা মাকে নিয়ে পথে বসা ছাড়া আর উপায় নেই।