ABP Ananda Live: সুপ্রিম নির্দেশে রাজ্যের প্রায় ২৬০০০ জনের চাকরি বাতিল। চাকরি হারালেন রায়গঞ্জের দুই শিক্ষিকা। দেবীনগর কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠের ২ জন শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহ ও কৃষ্ণমৃত্তিকা নাথ। '২০১৬ সালে এসএলএসটি, ২০১৮ সালে নিয়োগ, প্রথম কাউন্সেলিংয়ে চাকরি'। 'রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের টপার, রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদকপ্রাপ্ত'। 'এরপরেও আমাকে প্রমাণ করতে আমি যোগ্য না অযোগ্য?' রাজ্য সরকারের উদ্দেশে প্রশ্ন কৃষ্ণমৃত্তিকা নাথের।